ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি - ধুমপান করলে কি ধরণের অসুখ হয়

ধুমপান স্বাস্থের জন্য খুবই ক্ষতিকর।ধুমপান করলে আমাদের অনেক ধরণের ব্যাধি হতে পারে।যে ধুমপান করে শুধু তারই ক্ষতি নয়,আশপাশের সবারই ক্ষতি হয়।ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় জানতে হলে ভিজিট করতে হবে আজকের লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় এই আর্টিকেল।ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় এই আর্টিকেল ভিজিট করলে জানতে পারবেন ধুমপানে কি কি ক্ষতি হয়।ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি - ধুমপান করলে কি ধরণের অসুখ হয়


সূচিপত্রঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি

  • ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয়
  • ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি প্রভাব
  • ধুমপান করলে কি কি ক্ষতি হয়
  • ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি কেনো
  • ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় নিয়ে শেষ কথা


ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয়ঃ

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় এই বিষয়ে সকল তথ্য জানতে চাইলে ভিজিট করুন আমাদের লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় এই আর্টিকেল।তামাকজাত দ্রব্য মুলত হৃৎপিন্ড,লিভার,ফুস্ফুস কে আক্রান্ত করে।ধুমপানের ফলে হার্ট অ্যাটাক,স্ট্রোক,ফুসফুসে ক্যান্সার,মুখে ক্যান্সার ইত্যাদি রোগ হতে পারে।আগুলো রোগ আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর।

তামাকজাত দ্রব্য যেমন সিগারেট,জর্দ্দা,গুল এগুলো খেলে মানুষের শরীরের ভেতরের সব কিছু ধীরে ধীরে নষ্ট হতে থাকে।অবশেষে মানুষ এক সময় নানা ধরণের মারাত্বক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।অবশেষে একদিন মৃত্যুবরণ করে।আমরা একদিন সবাই মৃত্যুবরণ করবো।তবে যারা ধুমপান করে তারা অনেক কষ্ট পেয়ে অনেক রোগে আক্রান্ত হয়ে মারা যায়।তাই আমরা সবাই ধুমপান কে না বলি,সুস্থ-সবল জীবন গড়ি।

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি প্রভাবঃ

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় এই বিষয়ে আজকের লেখা এই আর্টিকেল টি ভিজিট করলে অনেক ধরণের তথ্য পেতে পারেন। ধুমপান আমরা বিভিন্নভাবে করে থাকি।সিগারেট,জর্দ্দা,বিড়ি,হুঁকো,গুল ইত্যাদি সেবন করা হলো ধুমপান করা। এগুলো হলো এক প্রকার মাদক দ্রব্য।এগুলোতে বিষাক্ত উপক্ষারটি হলো নিকোটিন।তামাকজাত দ্রব্যে নিকোটিন ছাড়াও অনেক ক্ষতিকর পদার্থ থাকে যা মানুষের শরীরে প্রবেশ করে ধীরে ধীরে শেষ করে দেয়।বিড়ি,সিগারেট বা হুঁকোর ধোয়ায় থাকে কার্বন মনোক্সাইড,কারবাজোল,ভিনাইল ক্লোরাইড ইত্যাদি রাসায়নিক পদার্থ।যা মানুষের শরীরের খুব ক্ষতি করে থাকে।্ধুমপানের ফলে মানব দেহে ক্যান্সার নামক মরণ ব্যাধি বাসা বাধে।

ধুমপান করলে কি কি ক্ষতি হয়ঃ

ধুমপান স্বাস্থের জন্য খুবই ক্ষতিকর।ধুমপান করলে আমাদের অনেক ধরণের ব্যাধি হতে পারে।যে ধুমপান করে শুধু তারই ক্ষতি নয়,আশপাশের সবারই ক্ষতি হয়।ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় জানতে হলে ভিজিট করতে হবে আজকের লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় এই আর্টিকেল।ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় এই আর্টিকেল ভিজিট করলে জানতে পারবেন ধুমপানে কি কি ক্ষতি হয়।ধুমপান করলে শ্বসনতন্ত্রের ক্ষতি হয়,সংবহনতন্ত্রের ক্ষতি হয়,পেশি-কঙ্কালতন্ত্রের ক্ষতি হয়,কেন্দ্রীয়-স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়,অন্তঃক্ষরা গ্রন্থি ও জননতন্ত্রের উপর প্রভাব ফেলে।এক কথায় ধুমপান করলে মানব দেহের সকল কিছুরই ক্ষতি হয়।তাই সুস্থ থাকতে হলে ধুমপান কে পরিহার করতে হবে।ধুমপান করলে শরীরের যেকোনো অঙ্গের সমস্যা দেখা দেয়।যে সকল ক্যান্সারের প্রধান কারন হিসেবে জানা যায় সেগুলো হলোঃ

  • ফুস্ফুসের ক্যান্সার
  • মুখগহ্বর এর ক্যান্সার
  • গলার ক্যান্সার
  • স্বরযন্ত্রের ক্যান্সার
  • খাদ্যনালীর ক্যান্সার
  • যকৃতের ক্যান্সার
  • বৃক্ষের ক্যান্সার
  • জরায়ুর ক্যান্সার
  • মুত্রথলির ক্যান্সার
  • অগ্ন্যাশয়ের ক্যান্সার
  • পাকস্থলীর ক্যান্সার
  • ক্ষুদ্রান্ত্রের ক্যান্সার ইত্যাদি

ওপরের বর্ণনা অনুযায়ী মানব দেহের প্রায় সকল অঙ্গের ক্যান্সারই ধুমপানের কারণেই হয়ে থাকে।বিশেষ করে ফুস্ফুসের ক্যান্সারের ক্ষেত্রে ধুমপানের প্রভাবটা একটু বেশিই মারাত্বক।ক্যান্সার ছাড়াও অনেক ধরনের রোহ হতে পারে ধুমপান করলে।ধুমপানের ফলে ধোয়া সরাসরি ফুস্ফুসে প্রবেশ করে থাকে।বিশেষজ্ঞদের মতে,সিগারেটের ধোয়াতে প্রায় ৭০০ক্ষতিকরক রাসায়নিক পদার্থ থাকে।যার ফলে ফুস্ফুসে ক্যান্সার আক্রান্ত হয়।ধুমপানের ফলে সিগারেটের যে বিষাক্ত ধোয়া শরীরের মধ্যে প্রবেশ করে ,তার মধ্যে থাকে কার্বন মনীক্সাইডের মতো বিষাক্ত গ্যাস।

এটি হৃদপিন্ডে পৌছে রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে পৌছে যায়।রক্তের হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড যুক্ত হওয়ার জন্য মানব দেহে অক্সিজেন ঘাটতি দেখা দেয়।এছাড়া ধুমপানের ফলে হৃদপিন্ডে রক্তের প্রবাহ কমে যায়।তাই হৃদপিন্ডের পক্ষে সারাদেহে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হয়ে উঠে না।এর ফলে হৃদপিন্ডের নানান রোগ এবং হার্ট অ্যাটাক এর ঝুকি বেরে যায়।

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেনোঃ

ধুমপাম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেনো জানতে হলে ভিজিট করতে হবে আজকের লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় এই আর্টিকেল।ধুমপান স্বাস্থ্যের জন্য শুধু ক্ষতি বললে ভুল হবে,কারণ ধুমপান স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতি।ধুমপানের জন্য মানুষের জীবন মৃত্যুর কোলে ঢোলে পড়ে।যে ব্যক্তি ধুমপান করে শুধু তারই ক্ষতি নয়,আশেপাশের সবার ওপরেই এই ক্ষতির প্রভাব পড়ে।

মেডিকেল সায়েন্স বলে,ধুমপান এর প্রভাব তিন প্রজন্ম পর্যন্ত চলে।যে ব্যক্তি ধুমপান করে এর প্রভাব তার ছেলে,মেয়ে বা নাতি,পুতির  ওপর ও এর প্রভাব পড়ে।ধুমপান স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর।আমরা সবাই জানি যে ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে তারপরও আমরা ধুমপান করে থাকি।ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি কেনো জানতে হলে ভিজিট করতে হবে আজকের লেখা ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় এই আর্টিকেল টি।ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক কি কি কেনো তা নিচে আলোচনা করা হলো-

  • ধুমপানের ফনে ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা ধুমপান করলে তাদের কিডনির সমস্যা,হৃদরোগ,নার্ভের সমস্যা,অন্ধত্বের সমস্যা প্রভৃতি দেখা দেয়।
  • ক্যান্সার রোগের অন্যতম কারণ হলো ধুমপান।ধুমপান করলে ক্যান্সারের আসংখ্যা বেড়ে যায়।ধুমপানের কারণে মানব দেহে ফুস্ফুসের  ক্যান্সার টা বেশি হয়ে থাকে।
  • হার্ট অ্যাটাক,স্ট্রোক্‌,ব্লাড ভেসেল ডিজিজ প্রভৃতি কার্ডিওভ্যাসকুলার ডিজিজের মাত্রা বাড়িয়ে দেয়।
  • গর্ভবতী মহিলার ধুমপান করা উচিতই নয়।গর্ভবতো মহিলা ধুমপান করলে পেটের শিশুর খুব ছোট বয়স থেকেই কিডনীর সমস্যা হতে পারে।
  • ধুমপান করলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয় এবং বয়সকালে খুবই সমস্যা দেখা দেয়।ধুমপান কখনই ভালো কিছু দেয় না,তাই সুস্থ থাকতে হলে ধুমপান কে বর্জন করা উচিত।

ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-ধুমপান করলে কি ধরণের অসুখ হয় নিয়ে শেষ কথাঃ

পরিশেষে বলা যায় যে,ধুমপান হল মরণব্যাধি হওয়ার কারণ।তাই সুস্থ থাকতে হলে ধুমপান কে পরিহার করতে হবে।অসুস্থতা কখনো মানুষেরজীবন হতে পারে না।বেঁচে থাকতে হলে ,সুস্থ থাকা তা খুব জরুরি।আমাদের সকল রোগের উ্ৎস হলো ধুমপান।মানব দেহের প্রত্যেকটা অঙ্গের ক্ষতি করে নিকোটিনের ধোয়া।তাই ধুমপান কে চিরদিনের জন্য বিদায় দিতে হবে।

ধুমপান এমন একটা বিষয় যেটা একজন বাদ দিলে এর ক্ষতির হাত থেকে বাচা যাবে না।কারণ যদি একজন ব্যক্তি ধুমপান করে তাহলে সেই ধোয়া বাতাসের সাথে মিশে সকলের শরীরের ভেতরে প্রবেশ করে সেই একই ক্ষতি করে।কাজেই ধুমপান করলেও যে ক্ষতি না করলেও সেই ক্ষতিই হচ্ছে।

এজন্য আমাদের উচিত সকলকেই ধুমপান পরিহার করা।কেউ পরিহার করলো আর কেউ ধুমপান করেই যাচ্ছে,তাহলে কোনো লাভ হবে না।সুস্থ,সবল দেহ আমাদের সকলেরই প্রয়োজন কাজেই আমাদের সকলেরই উচিত ধুমপান কে চিরতরে বর্জন করা।একজন অসুস্থ মানুষই জানে সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত।তাই নিজের ভালো টা আমরা নিজেরাই বুঝবো।

ধুমপান যে শুধু শরীরের ক্ষতি করে তাই নয়,ধুমপান করলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।দীর্ঘদিন ধুমপানে শরীর এবং মন দুইটাই বিষিয়ে উঠে।আমরা যারা মুসলিম ধর্মের মানুষ তাদের জন্য ধুমপান হারাম।যদিও কেউ কেউ বলে মাকরুহ।তবে এই ধারণা টা একেবারেই ভুল।আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেটা অবশ্যই ভুল।কাজেই আমরা ধুমপান কে পরিহার করব,সুস্থ,সবল জীবন গড়বো।

Post a Comment

0Comments
Post a Comment (0)